ঘরে বসে সহজেই আয় করুন ১৫০০০ ২০০০০ টাকা প্রতি মাসে
প্রতি মাসে ঘরে বসে আয় করুন ১৫০০০ ২০০০০ টাকা। অনেকের কাছে টাকার পরিমাণটা হয়তো কম হতে পারে আবার অনেকের কাছে এই পরিমাণ টাকা হলে অতিশয় আনন্দেই কেটে যাবে। এই পরিমাণ
টাকা আয় করার জন্য আপনাকে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজেও কাজ করতে হবে না। শুধুমাত্র আপনার মেধাকে কাজে লাগিয়েই আয় করতে পারবেন। এর জন্য আপনি কোন ব্লগে লেখালেখি করে এই টাকা আয় করতে পারেন, ওয়েব ডেভেলপিং করে আয় করতে পারবেন, গ্রাফিক্স ডিজাইন করার মাধ্যমে আয় করতে পারবেন ইত্যাদি।
সূচিপত্রঃ ঘরে বসে আয় করুন ১৫০০০ ২০০০০ টাকা প্রতি মাসে
- ঘরে বসে আয় করুন ১৫০০০ ২০০০০ টাকা প্রতি মাসে
- মাসে ১৫-২০ হাজার টাকা আয়ের উপায়
- ব্লগিং করে আয় করা
- fiverr এ কাজ করে আয় করা
- Upwork এ কাজ করে আয় করা
- গ্রাফিক্স ডিজাইন করে আয় করা
ঘরে বসে আয় করুন ১৫০০০ ২০০০০ টাকা প্রতি মাসে
ঘরে বসে আয় করুন ১৫০০০ ২০০০০ টাকা প্রতি মাসে, এটা ছোট একটা এমাউন্ট হলেও এই পরিমাণ অর্থ আপনার স্বচ্ছলতাকে বাড়িয়ে তুলতে পারে। তাই আপনি যদি চান যে, আপনি মাঠে-ঘাটে কাজ না করে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজ না করে কেবলমাত্র আপনার মস্তিস্ক শক্তিকে কাজে লাগিয়ে অর্থ আয় করবেন, তাহলে এই কাজগুলো আপনার জন্য পার্ফেক্ট। কেননা বর্তমান সময়ে নিজের, সমাজের তথা দেশের উন্নতির জন্য মেধার শক্তিকে সবথেকে বেশী প্রাধান্য বা মূল্যায়ণ দেওয়া হয়ে থাকে।
১৫ হাজার থেকে ২০ হাজার টাকা আয় করার জন্য আপনাকে বিশেষ কিছু কাজের সাথে সংযুক্ত থাকতে হবে।
- হতে পারে সেইটা ইউটিউবে ভিডিও আপলোডের মাধ্যমে, ইউটিউবে কারও নামে এড চালিয়ে এবং ইউটিউব শর্ট ভিডিও আপলোড করার মাধ্যমেও আপনি ছোট থেকে শুরু করে বড় ধরণের আয়ও করতে পারবেন।
- এছাড়া পৃথিবীবর বড় টেক জায়ান্ট "গুগুল" এ একটি ব্লগ একাউন্ট খুলে সেখানে লেখালেখি করে বা কোন নির্দিষ্ট বিষয়ে কিছু লিখে পোষ্ট করার মাধ্যমে আপনি আয় করতে পারবেন।
- অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে অন্য কোন প্রতিষ্ঠানের নির্দিষ্ট কিছু পণ্য বিক্রি করে দিয়েও আপনি আয় করতে পারেন।
- ডিজিটাল মার্কেটিং তথা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম প্রভৃতি জনপ্রিয় সোশ্যাল মার্কেটপ্লেসে ডিজিটাল পণ্য গুলি বিক্রি করে আয় করতে পারবেন।
- বাড়িতে বসে প্রাকৃতিক উপায়ে হস্ত শিল্পের দ্রব্য সামগ্রী অথবা কুটিরশিল্প সামগ্রী বানিয়ে সেগুলো অনলাইনে বিক্রি করে অর্থ আয় করা যেতে পারে।
- অনেক কোম্পানী তাদের নিজেদের দক্ষ কর্মী না থাকার কারণে তাদের যাবতীয় ভার্চুয়াল কাজ গুলো করার জন্য বিশ্বস্ত লোক খোঁজ করে থাকে। তাদের সাথে যুক্ত হয়ে বা তাদের হয়ে ভার্চুয়াল কাজ গুলো করে দিয়ে আয় করতে পারেন।
আরও পড়ুনঃ খুব সহজে ১ দিনে ৫০০ টাকা ইনকাম করার apps
মাসে ১৫-২০ হাজার টাকা আয়ের উপায়
ঘরে বসে আয় করুন ১৫০০০ ২০০০০ টাকা প্রতি মাসে, এর জন্য সর্বপ্রথম আপার যেটা থাকতে হবে সেইটা হলো ধৈর্য্য। কেননা আজ আমি আপনাদেরকে যেসব ওয়েবসাইট বা যেই মাধ্যম থেকে শতভাগ আয় করা সম্ভব এবং যাদের বিস্তৃত বুনট সমগ্র পৃথিবীতে রয়েছে তার সবই বিস্তারিত জানাতে চেষ্টা করবো। এসব ওয়েবসাইটে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ কাজ করে এবং ভালো প্রফিট অর্জন করে। আর তাদের এই সাফল্যের মূলে রয়েছে তাদের একাগ্রতা, কাজের দক্ষতা এবং একটু ধৈর্য্য। এগুলো তাদের যেমন সাফল্য এনে দিয়েছে, তেমনি আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে দারুন ভাবে সাহায্য করবে। তাই আপনাদের বলবো যে কেউ ধৈর্য্য হারা হবেন না।
তাই চলুন আর কথা না বাড়িয়ে আপনাদের জানিয়ে দিই যে, কোথায় থেকে, কোন মাধ্যমে বা কোন কোন ওয়েবসাইট থেকে আপনারা শতভাগ টাকা আয় করতে পারবেন।
- ব্লগিং করে আয় করা
- fiverr এ কাজ করে আয় করা
- Upwork এ কাজ করে আয় করা
- গ্রাফিক্স ডিজাইন করে আয় করা
- ইউটিউব থেকে আয় করা
- অনলাইনে কোচিং করিয়ে আয় করা
- ওয়েব ডেভেলপমেন্টের কাজ করে আয় করা
- ভিডিও ইডিটিং করে আয় করা
- SEO করে আয় করা
- ফেসবুকের মাধ্যমে আয় করা
- টুইটারের মাধ্যমে আয় করা
- অন্যান্ন সোশ্যাল মিডিয়া থেকে আয় করা
- ডিজিটাল পণ্য বিক্রি করে আয় করা
- কুটিরশিল্প বা হস্তশিল্প তৈরী করে বিক্রি করে আয় করা
- পেইড টু ক্লিক করে আয় করা
এখন আমরা এই সমস্ত ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব-
ব্লগিং করে আয় করা
ব্লগিং করে ঘরে বসে আয় করুন ১৫০০০ ২০০০০ টাকা প্রতি মাসে। এই ক্ষেত্রে আপনার যদি একটা ব্লগ থেকে থাকে তাহলে তো খুবই ভালো। আর যদি না থাকে তবে একটি ব্লগ একাউন্ট খুলে নিয়ে সেখানে আপনি ভিভিন্ন ধরণের কন্টেন্ট লিখে পোস্ট করতে পারবেন। তাহলে প্রশ্ন হলো কেবল কন্টেন্ট লিখে আপনি টাকা আয় করবেন কিভাবে? এর উত্তরটা হলো যে, আপনি যখন কোন কন্টেন্ট আপনার ব্লগে পোস্ট করবেন তখন সেখানে পাঠক আসবে, সেইটা পড়বে। এভাবে যখন গুগল দেখবে যে আপনার ব্লগের কন্টেন্ট ভালো, পাঠক সংখ্যা বাড়ছে বা অনেক পাঠক নিয়মিত পড়তে আসে। তখন তারা সেইটাকে মনিটরিং করবে।
এভাবে আপনার কন্টন্ট ভালো হলে অডিয়েন্সরা কমেন্টস করবে এবং আরও ভালো কিছু আশা করবে। তখন গুগলে এড দেওয়া বিভিন্ন কোম্পানীর প্রতিনিধি আপনার অডিয়েন্সকে টার্গেট করে আপনার ব্লগে তাদের এড চালতে বলবে। এভাবে গুগলের মাধ্যমে কিছু এড আপনার কন্টেন্টের মাঝে দেখানো হবে যাতে পাঠকরা এই বিষয়েও ইমপ্রেসড হয়। আর গুগলের এই adsense এর কারণে তথা পাঠকদের সেই এড দেখার কারণে আপনাকে টাকা দেওয়া হবে। এভাবে আপনি যদি আপনার কন্টেন্টের মান ভালো করতে পারেন, যদি পাঠকদের দ্বারা সমাদৃত হয় তাহলে আপনার আয় দিন দিন দারুন গতিতে বুদ্ধি পাবে।
তাই বলতে চাই যে, ব্লগিং করে আয় করার জন্য আপনাকে অবশ্যই এটার সাথে যুক্ত থাকতে হবে এবং ধৈর্য্য ধরে কাজ করতে হবে।
fiverr এ কাজ করে আয় করা
ঘরে বসে আয় করুন ১৫০০০ ২০০০০ টাকা প্রতি মাসে, এর জন্য সবথেকে দারুন প্লাটফরম হলো fiverr এ কাজ করা। fiverr হলো এমন এক প্লাটফরম যেখানে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ কাজ করে। আর এখানে কাজের কোন শেষ নেই। হাজারও ধরনের মানুষ পৃথিবীর বড় বড় কোম্পানীর জন্য এখানে কাজ করতে আসে এবং স্বাবলম্বী হয়। বলতে গেলে fiverr এ কাজ পাওয়া যতটা কঠিন আবার ততটাই সহজ। কেননা এখানে কাজ করার জন্য প্রয়োজন দক্ষ শ্রমশক্তি, ভালো মেধা যেন এটা আপনাকে fiverr এ লক্ষ সুদক্ষ প্রতিযোগীর মাঝে একজন নতুন প্রতিযোগী হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।
fiverr এ কাজ করার জন্য আপনাকে বিশেষ কিছু কাজ করতে তাদের নিয়মানুসারে একটি প্রোফাইল তৈরী করে সেখানে আপনার নিজেস্ব প্রফাইলের জন্য সকলকে আকৃষ্ট করার জন্য দারুন গিগ বানাতে হবে। যেটা আপনার প্রোফাইলকে দ্রুততার সাথে ক্লায়েন্ট কাছে হাইলাইট করতে পারে। একটি ভালো গিগই বা আপনার কাজের ধরণই পারে আপনার প্রোফাইলকে সকলের মাঝে আপনাকে পরিচিত করতে এবং উক্ত বিষয়ে আপনি যে কতটা দক্ষ তার প্রমাণ দিতে। গিগের পাশাপাশি পোর্টফলিও আপনার প্রোফাইল কে আরও বেশী দৃঢ় এবং আরও বেশী শক্তিশালী করে তুলতে সবথেকে বেশী ভূমিকা পালন করবে।
fiverr এ আপনি হাজারও রকমের কাজ করতে পারবেন। কেবল সেখানে আপনাকে আপনার দক্ষতার প্রমাণ দিতে হবে। চলুন দেখে নিই fiverr এর জনপ্রিয় এবং যেই কাজ গুলি জনপ্রিয়তার শীর্ষে রয়েছে-
- গ্রাফিক্স ডিজাইনের কাজ করে
- অ্যাফিলিয়েট মার্কেটিং করে
- ওয়েব ডেভেলপ করে
- ই-মেইল মার্কেটিং করে
- এক ভাষার লেখা অন্য ভাষায় অনুবাদ করে আয় করা
- প্রোগ্রামিং করে আয় করা
- অডিও অথবা নতুন নতুন মিউজিক দিয়ে আয় করা
- রিসার্চ করে দিয়ে আয় করা
- এসইও করার মাধ্যমে
- ভিডিও ইডিটিং করে আয় করা যেতে পারে
- ওয়েব অ্যানালাইসিস করার মাধ্যমে
- ডাটা এন্ট্রি করার মাধ্যমে
- ডাটা মাইনিং করার মাধ্যমে
- লাইফস্টাইল থেকে আয় করা, প্রভৃতি।
এসব ছাড়াও fiverr এ কাজের শেষ নাই। এখানে আপনি সময় দিতে পারলে সাকসেস হওয়া সম্ভব।
Upwork এ কাজ করে আয় করা
ঘরে বসে আয় করার জন্য Upwork একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। যেখানে আপনি একটি প্রোফাইল খুলে সেখানে আপনার সম্পূর্ণ বায়োডাটা দিয়ে প্রফেশনাল একটা পিক দিয়ে পাবলিশড করবেন। এখানে আপনাকে রিয়েল বায়োডাটা দেওয়া ভালো কেননা Upwork পৃথিবীর বড় একটি মার্কেটপ্লেস। যেখানে অনেক মানুষ বিভিন্ন কাজ করে বর্তমানে স্বাবলম্বী হয়েছে। যাইহোক আপনার প্রোফাইল দেখে যেন ক্লায়েন্টরা বুঝতে পারে যে, আপনি একজন প্রফেশনাল বা উক্ত বিষয়ে আপনার যথেষ্ঠ দক্ষতা রয়েছে। তবেই আপনাকে তারা কোন কাজ দিতে পারে।
- Upwork এর প্রোফাইলকে আপনার পোর্টফলিও দিবেন। কাজের জন্য ক্লায়েন্টদের সাথে চুক্তি করবেন এবং কাজ শেষে টাকা বুঝে নিবেন। Upwork এ আপনি যেসকল কাজগুলি করতে পারবেন-
- গ্রাফিক্স ডিজাইন
- ডাটা এন্ট্রি
- লাইফস্টাইল
- ভিডিও ইডিটিং
- ডাটা গুলির মাইনিং
- ওয়েবসাইট অ্যানালাসিস
- ওয়েবসাইট ডিজাইন
- মিউজিক
- এস ই ও
- ওয়েব ডেভেলপ
- প্রোগ্রামিং
- ভাষার অনুবাদ
এছাড়া রয়েছে আরও হাজারও রকমের কাজ। যেগুলি আপনি আপনার পছন্দ অনুযায়ী বেছে নিতে পারবেন।
গ্রাফিক্স ডিজাইন করে আয় করা
প্রতি মাসে ১৫-২০ হাজার টাকা ইনকাম করার জন্য গ্রাফিক্স ডিজাইন করার প্ল্যানটা খুবই কার্যকর। গ্রাফিক্স ডিজাইন বলতে কোন কিছুর ডিজাইন করাকে বুঝায়। হতে পারে সেইটা কোন প্যাকেটের গায়ের উপড় ডিজাইন করা, ভিজিটিং কার্ডের ডিজাইন করা, ওয়েবসাইটের ডিজাইন করা, নানান ধরনের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল ডিজাইন করা, পোশাক বা বিভিন্ন ধরণের জামা-কাপড়ের ডিজাইন করা, মোশন গ্রাফিক্স করা বা অ্যানিমেশন ডিজাইন করে আয় করা, বিভিন্ন কোম্পানী বা প্রতিষ্ঠানের জন্য লোগো ডিজাইন করা, ব্রান্ডিং করে আয় করা, প্রিন্টিং এ ডিজাইন করে আয় করা ইত্যাদি।
অনেকেই রয়েছেন যারা খুব সুন্দর করে বা মনের মতো করে বিভিন্ন জিনিসের উপড় আকর্ষণীয় ডিজাইন করে থাকেন। আবার অনেকে এর উপড়ে পড়াশুনা করেও বাড়িতে বসে থাকেন। যারা এমতাবস্থায় রয়েছেন তাদের জন্য আজকের এই পোস্টটি দারুনভাবে কাজে দিবে। তাই আপনি যদি এসব বিষয়ে পারদর্শী হয়ে থাকেন তাহলে আজ আমি আপনাদের কিছু ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব যেখানে আপনি গ্রাফিক্স ডিজাইন করে দেশী-বিদেশী ক্লায়েন্ট ধরে তাদের সাথে চুক্তি পূর্বক অর্থ আয় করতে পারবেন।
- fiverr এ কাজ করতে পারেন
- Upwork এ কাজ করতে পারেন
- facebook এ কাজ করতে পারেন
- Flexjobs এ কাজ করে আয় করতে পারবেন
- Behance থেকে আয় করতে পারবেন
- dribbble থেকেও আয় করা সম্ভব



অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url