আইওএস ১৪ এবং আইপ্যাড ওএস ১৪ তে সিরি কে ফুল স্ক্রীনে দেখানোর উপায়

 

আইওএস ১৪ এবং আইপ্যাড ওএস ১৪ তে সিরি কে ফুল স্ক্রীনে দেখানো, বলা ভালো যে, এটা অ্যাপল  এর খুবই ভালো এবং প্রসংশনীয় একটা কার্য। কেননা আপনি যখন অ্যাপল এর কোন ফোন বা আইপ্যাড ট্যাবলেট

আইওএস-১৪-এবং-আইপ্যাড-ওএস-১৪-তে-সিরি-কে-ফুল-স্ক্রীনে-দেখানো

কম্পিউটার ব্যবহার করবেন তখন এই Siri app টি ওই ডিভাইসের স্ক্রীনকে ঝাপসা করে দিয়ে অন্য কিছুর বিরক্তি কাটিয়ে আরও বেশী করে আপনার হাতে থাকা ডিভাইসটির উপড় নজর দিতে বাধ্য করবে।

সূচিপত্রঃ আইওএস ১৪ এবং আইপ্যাড ওএস ১৪ তে সিরি কে ফুল স্ক্রীনে দেখানো  

আইওএস ১৪ এবং আইপ্যাড ওএস ১৪ তে সিরি কে ফুল স্ক্রীনে দেখানো       

আইওএস ১৪ এবং আইপ্যাড ওএস ১৪ তে সিরি কে ফুল স্ক্রীনে দেখানো, আইফোন অএস ১৪ এবং আইপ্যাড অএস ১৪ এবং সিরি কি এটা অনেকেই জানেন না। আর তাদের জন্য এটা জানা খুবই প্রয়োজন। এখনও অনেকেই আছেন যারা আইওএস ১৪ এবং আইপ্যাড অএসও ১৪ সম্পর্কে কিছু জানেন না বা বুঝেন না তাদেরা বুঝার জন্য আইওএস ১৪ এবং আইপ্যাড অএসও ১৪ সম্পর্কে বলব। তাই চলুন সেই সব বিষয় নিয়ে এখন আমরা একটু বিস্তারিত আলোচনা করি। 

অ্যাপলের কিছু অপারেটিং সিস্টেম( OS ) 

  1. ios হলো অ্যাপল আইফোনের জন্য, আইপ্যাডের জন্য এবং অ্যাপলের আরও অন্য কিছু ডিভাইস চালানোর জন্য একটি জনপ্রিয় অপারেটিং সিস্টেম। অ্যাপলের এই অপারেটিং সিস্টেম, আইফোন সহ আইপ্যাড এবং অন্য ডিভাইসগুলোর হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করার পাশাপাশি বিভিন্ন অ্যাপ্লিকেশন রান করার জোড়ালো ক্ষমতা প্রদান করে। আইফোন তাদের ডিভাইসে এই সুন্দর অপারেটিং সিস্টেমটি ২০০৭ সালে সর্বপ্রথম সকলের সম্মুখে নিয়ে আসে।
  2. ios সম্পর্কে আরও কিছু তথ্য নিয়ে বলি চলুন। ios এর অর্থ হলো আইফোন অপারেটিং সিস্টেম। এই ios অ্যাপলের আইফোন, অ্যাপলের আইপ্যাড, অ্যাপলের আইপড টাচ, অ্যাপল ওয়াচ প্রভৃতিকে সচল রাখে। তাছাড়া ios কে অ্যাপলের প্রধান সফটওয়্যার হিসেবে ধরা হয়। কেননা এটি অ্যাপল ডিভাইসের সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে। ios প্রতি বছর ইনকর্পোরেটেড এর মাধ্যমে নতুন সংস্কার করা হয়। 
  3. macOS অ্যাপলের দারুন সুন্দর একটি অপারেটিং সিস্টেম। অ্যাপল macOS সিস্টেমটি তাদের স্মূদ Mac Computer এর জন্য সৃষ্টি করেছে অ্যাপল ইনকর্পোরেটেড এর মাধ্যমে। এই দারুন সিস্টেমটি অ্যাপল কম্পিউটারের কার্যক্ষমতাকে বাড়িয়ে দেয়, কম্পিউটারের নিরাপত্তাকে জোরদার করে, হার্ডওয়্যার কে macOS এর সাথে মিল রেখে ডিজাইন নির্ণয় করা, অ্যাপলের ইকোসিস্টেমকে বজায় রেখে কাজ করা প্রভৃতি করে থাকে। 
  4. watchOS অ্যাপলের আরেকটি চমৎকার অপারেটিং সিস্টেম। যা অ্যাপলের ঘড়ির জন্য আলাদাভাবে ডিজাইন করা হয়েছে। এটি অ্যাপলের ইকোসিস্টেমের মাঝে অবস্থান করে এবং তার সাথে সামঞ্জস্য বজায় রাখে।
  5. tvOS অ্যাপল টেলিভিশন দেখার জন্য দারুন এক সিস্টেম। যা বাজারে থাকা অন্য ডিভাইস থেকে সম্পূর্ণ ভিন্ন। 

সিরি সম্পর্কে কিছু তথ্য

পৃথিবীতে বর্তমানে অ্যাপলের ডিভাইস ব্যাতীত বাকি সমস্ত অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট গুলোতে গুগলএসিস্ট্যান্ট ব্যবহার করা হয়ে থাকে। অনূরুপ ভাবে বলা যায় যে, অ্যাপলের ডিভাইসে ব্যবহার করা হয় ভার্চুয়াল এসিস্ট্যান্ট সিস্টেম এবং সিরি এর মতো উন্নত সব প্রযুক্তি। অ্যাপল নতুন নতুন যা কিছু আবিষ্কার করে তার প্রতিটিই অ্যাপলের যে ইকোসিস্টেম রয়েছে তার সাথে সামঞ্জস্যতা বজায় রেখেই সেইটা বাজারে ছাড়ে। 


আর এই ইকোসিস্টেমকে বজায় রাখে বলেই অ্যাপল ইকোসিস্টেমের কারণে যেকোন একটি জিনিস অনায়াসেই অ্যাপলের অন্য কোন জিনিসের সাথে খুব সহজেই সেটাপ নিতে পারে। ঠিক তেমনি অ্যাপলের সিরি ও এর ব্যাতিক্রম নয়। সিরি আবিষ্কারের পূর্বে মান ছিল এক রকম কিন্তু আবিষ্কারের পরে তার মান বেড়ে গেছে বহুগুণে। অ্যাপল ৪ এবং এর পরের সিরিজের সমস্ত ডিভািইস গুলোতেই সিরি কাজ করে অনায়াসেই। 

সিরি কি

আইওএস ১৪ এবং আইপ্যাড ওএস ১৪ তে সিরি কে ফুল স্ক্রীনে দেখানো এর পূর্বে আমরা সিরি সম্পর্কে জানব। সিরি আমরা অ্যাপলের ডিভাইসগুলোতে দেখে থাকি। সিরি হলো একটি উন্নত ভার্চুয়াল এসিস্ট্যান্টসিস্টেম। আইফোন ৩ এর পর থেকে আরম্ভ হয় অ্যাপলের ডিভাইসের সাথে সিরি এর পদচারণা। বর্তমানে বিশ্বসেরা এই টেক জায়ান্ট অ্যাপল তার প্রতিটি ডিভাইসের সাথেই সিরি কে সংযুক্ত করে দিয়েছে। তাই আমরা আইফোনে অ্যাপলের iOS এর সাথে অ্যাপলের iPadOS, অ্যাপলের macOS,অ্যপলের tvOS প্রভৃতিতে  সিরিকে দেখতে পাই।

অ্যাপলের ডিভাইস গুলো যখন ব্যবহার করবেন, তখন সেই ডিভাইসে সিরি থাকার কারণে আপনি অ্যাপলের যেই ডিভাইস ব্যবহার করেন, হাতে না ধরেই সেই ডিভাইসটিকে ভয়েস কমান্ডের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। আপনি আপনার ভয়েস কমান্ডের মাধ্যমে সেই ডিভাইসের কাছে কোন প্রশ্নের উত্তর জানাতে পারবেন, আবহাওয়ার তথ্যাবলি জানতে পারবেন,কাউকে কল করতে পারবেন, কাউকে মেসেজ পাঠাতে পারবেন এছাড়াও ফ্লাইট কনফার্ম করতে পারবেন। 
আইওএস-১৪-এবং-আইপ্যাড-ওএস-১৪-তে-সিরি-কে-ফুল-স্ক্রীনে-দেখানো


যে ডিভাইস গুলিতে সিরি (Siri ) সাপোর্ট করে

সমস্ত আইওএস ১৪ এবং আইপ্যাড ওএস ১৪ তে সিরি কে ফুল স্ক্রীনে দেখানো যাবে কি না এটি বোঝার জন্য আপনাকে জানতে হবে যে, যদিও অ্যাপল ডিভাইসে সিরি ব্যবহার করা হয়। তবুও অ্যাপলের পুরানো কিছু ডিভাইসে সিরি কাজ করে না। তাই আসুন দেখে নিই যে, অ্যাপলের কোন কোন ডিভাইসে সিরি কাজ করে আর কোন ডিভাইসে সিরি কাজ করে না। আজকের আজকের এই আর্টিকেলে আমরা সেইসব বিষয়  নিয়েই এবার আলোচনা করবো। 


অ্যাপল আইফোন এস ৪ থেকে শুরু করে এর পরে যত মডেল বের হয়েছে তার সব গুলিতেই সিরি ব্যবহার করা যাবে।
  • অ্যাপল এয়ারপডস প্রো এবং এয়ারপডস প্রো এর পরের সমস্ত মডেল গুলোতে সিরি ব্যবহার করা যায়।
  • অ্যাপলের সমস্ত ওয়াচে ব্যবহার করা যাবে।
  • সকল ম্যাক সিয়েরাতে ব্যবহার করা যাবে বা তার পরের মডেল গুলোতেও ব্যবহার করা যাবে।
  • হোমপড মডেল গুলোতে সিরি ব্যবহার করা যাবে।
  • আইপ্যাড ৩ থেকে শুরু এবং এর পরের সমস্ত মডেলে ব্যবহার করা যাবে। 

উপরের বিষয় ছাড়াও অন্যভাবে আমরা সিরি সাপোর্টেড ডিভাইস গুলিকে নিচের নাম গুলি উল্লেখ করতে পারি। সেগুলো হলো-আইফোন ৪এস, আইফোন ৫ সি, আইফোন ৫ এস,আইফোন ৬, আইফোন ৬ প্লাস, আইফোন ৬ এস, আইফোন ৬ এস প্লাস, আইফোন এস আই, আইফোন ৭, আইফোন ৭ প্লাস, আইফোন ৮,  আইফোন ৮ প্লাস, আই ফোন এক্স এস, আইফোন এক্স আর, আইফোন এক্স এস ম্যাক্স, আইফোন ১১ প্রো, আইফোন ১১ প্রো ম্যাক্স, আইফোন ১২, আইফোন ১২ প্রো, আইফোন ১২ প্রোম্যাক্স প্রভৃতি। 

তাছাড়াও আইপড টাচ ৫, আইপড টাচ ৬, আইপড টাচ ৭ সিরিজ গুলোতে সিরি রয়েছে। আবার আইপড ছাড়াও আইপ্যাড গুলো হলো- আইপ্যাড ২, আইপ্যাড ৩, আইপ্যাড ৪, আইপ্যাড ৫, আইপ্যাড ৬, আইপ্যাড ৭, আইপ্যাড মিনি১, আইপ্যাড মিনি ২, আইপ্যাড মিনি৩, আইপ্যাড মিনি ৪, আইপ্যাড মিনি ৫, প্রথম প্রজন্মের আইপ্যাড এয়ার, দ্বিতীয় প্রজন্মের আইপ্যাড এয়ার, তৃতীয় প্রজন্মের আইপ্যাড এয়ার প্রভৃতি।

অ্যাপল ডিভাইসে সিরি অ্যাপ চালু করা 

আইওএস ১৪ এবং আইপ্যাড ওএস ১৪ তে সিরি কে ফুল স্ক্রীনে দেখানোর জন্য ভিন্ন রকমের অ্যাপল ডিভাইস তথা আপনি অ্যাপলের  যেই ডিভাইসটি ব্যবহার করে থাকেন সেই ডিভাইসে অবশ্যইই সিরি  অ্যাপটিকে রান করাতে হবে। যদি আপনি সিরি অ্যাপটিকে রান করান তাহলে অ্যাপল ডিভাইসে সিরি এর গুরুত্ব যে কতটা বা সেটা রান করানোর পরে ব্যবহারেরর আনন্দের। তাই আপনি যদি অ্যাপল ডিভাইসে সিরির আনন্দ পেতে চান তাহলে সিরিকে রান করানো আপনার জন্য বাঞ্ছনীয়। 

যেভাবে আপনার অ্যাপল ডিভাইসে সিরি চালু করবেন-
  • প্রথমে আপনি আপনার অ্যাপল ডিভাইস থেকে "সেটিংস" এ প্রবেশ করুন।
  • সেখানে গিয়ে "সিরি" নামে কোন অপশন আছে কি না দেখুন। যদি "সিরি" না থাকে তাহলে অবশ্যই "অ্যাপল ইনটেলিজেন্সি এন্ড সিরি" লেখাটি থাকবে। সেখানে প্রবেশ করুন।
  • "সিরি" অথবা "টক টু সিরি" বিকল্পটি আপনি চালু করে দিন।
  • "হেই সিরি" বা "সিরি" অপশন টি চালু করুন। আর সেখানে আপনার ভয়েস সমন্বিত সমস্ত কিছু অনুসরণ করুন। 

সিরি কে ভয়েস দিয়ে কমান্ড করা

একটি উন্নত মানের ভয়েস এসিস্ট্যান্ট হলো অ্যাপল ডিভাইসের সিরি। আপনি আপনার ডিভাইসটিকে হাতে না নিয়ে কেবলমাত্র ভয়েসের মাধ্যমে সিরি দিয়ে ডিভাইসের যাবতীয় কাজ সম্পন্ন করতে পারবেন। এজন্য আপনাকে ডিভাইস আপনার পার্শে থাকলেই চলবে। এমনও অনেক সময় আসে যখন দুই হাতে কাজ থাকে প্রচুর পরিমাণে। তখন কাজ ফেলে রেখে কোন ডিভাইসেও হাত দেওয়ার সময় থাকে না। ঠিক এই সময়ের জন্যই সিরি অনেক গুণে হেল্পফুল হবে।

সিরিকে ভয়েসের মাধ্যমে কোন কিছু বলতে চাইলে সবার প্রথমে সিরিকে এটেনশন করে নেওয়া খুবই জরুরী। সিরিকে "হেই সিরি" বলতে পারেন অথবা "হাই সিরি" বলে সম্বোধন করা যেতে পারে। এরপরে আপনি যেই কাজটি সিরিকে দিয়ে করিয়ে নিতে চান সেটি আপনার ভয়েসের মাধ্যমে বলুন। তারপরে দেখবেন যে, সিরি আপনার নির্দেশিত সেই কাজটি করে ফেলবে খুবই সুন্দর এবং সহজ ভাবে। যা আপনার কাজকে একটু হালকা করে দিবে। 

চলুন কিছু উদাহরণ দিই-
"হেই সিরি" কল টু নিমাই
"হাই সিরি" আমার জন্য একটি মিটিং শিডিউল তৈরী করো।
ইত্যাদি। 
আইওএস-১৪-এবং-আইপ্যাড-ওএস-১৪-তে-সিরি-কে-ফুল-স্ক্রীনে-দেখানো

সিরিকে ফুল স্ক্রীন করা 

অ্যাপল আইওএস ১৪ এবং অ্যাপল আইপ্যাড ওএস ১৪ ডিভাইজ গুলিতে সিরিকে ফুল স্ক্রীনে ব্যবহার করার নিয়ম সমূহ নিয়ে আজ আমরা জানব। এখন যেই সেটিংসের কথা আপনাদের বলবো সেটা শুধু মাত্র অ্যাপলের এই দুইটি ডিভাইসই নয়, বরং অ্যাপলের সমস্ত ডিভাইস গুলিতেই এইভাবে কাজ করা যাবে। অ্যাপল ডিভাইসে সিরিকে প্রথমে অন করে নেওয়ার পরে ডিভাইসের ভেতরে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক চঅন করে নিতে হবে। তাহলেই কাজ শেষ।

এরপরে যখন কোন অ্যাপ অন থাকবে তখন যদি সিরিকে নির্দেশনা দিয়ে বা ভয়েস কমান্ড করা হয় তখন সিরি আপনার কমান্ড অনুযায়ী কাজ করার জন্য ওই ডিভাইসের স্ক্রীনে থাকা অন্য সমস্ত অ্যাপ গুলিকে যাতে দেখা না যায় তার জন্য স্ক্রীনকে ঝাপসা করে দিয়ে সিরি নিজেকেই সমস্ত স্ক্রীন জুড়ে বিস্তার করবে। এর ফলে ওই ডিভাইসে অন্য অ্যাপ গুলির ঝামেলা কমে যাবে বা মনযোগ তখন সমস্ত স্ক্রীন জুড়ে থাকা সিরির দিকেই থাকবে। 

সিরি ও অ্যাপল ইন্টলিজেন্সি

সিরি হলো আধুনিক সময়ের মধ্যে সবথেকে বেশী শক্তিশালী ভার্চুয়াল সহকারী। সিরি এর মতো এত আধুনিক আর উন্নত ভার্চুয়াল সহকারী খুব কম দেখা যায়। সিরি একটিভ করার পরে যখন সে উক্ত ডিভাইস ব্যবহারকারীর নির্দেশনা পালন করে তখন ডিভাইসটির ডিসপ্লের কালার বিভিন্ন রকমের হয়ে থাকে। 

সিরি কে বন্ধ করা

যদিও সিরি একটি হেল্পফুল জিনিস। সিরির উপকারিতা অনেক। তবুও সব সময় সিরি দিয়ে কাজ করতে মন চাইবে না। অথবা অন্য কোন কারণে সিরিকে সাময়িক বা পারমানেন্টলি বন্ধ করার প্রয়োজন হতে পারে। সেই জন্য সিরিকে রান করানো যেমন জানতে হবে তেমনি আবার বন্ধ করাটাও জানতে হবে। আমরা যেসকল উপায় অবলম্বন করে সিরি অন করেছিলাম বা সেটিংসে গিয়ে যেভাবে সিরি চালু করেছিলাম ঠিক সেভাবেই সিরিকে বন্ধ করতে হবে।

যেভাবে সিরি বন্ধ করতে হয়-
  • প্রথমে আপনি আপনার ডিভাইসের সেটিংসে যাবেন
  • "সিরি" কে সার্চ করবেন
  • হেই সিরি বা লিচেন সিরি কে সিলেক্ট করবেন
  • তার পাশে অন থাকা অপশনটিকে অফ করে দিবেন

শেষ কথা

আইওএস ১৪ এবং আইপ্যাড ওএস ১৪ তে সিরি কে ফুল স্ক্রীনে দেখানোর জন্য উপরিউক্ত বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করে আমার কাছে খুবই ভালো লেগেছে। যা আমি বলে বোঝাতে পারবো না। তবে অ্যাপলের ডিভাইস গুলি যে, মানুষের যাবতীয় চাহিদার কথা ভাবে, পরবর্তী প্রজন্মের জন্য কী কী প্রয়োজন তার বেশীরভাগ জিনিসই অ্যাপল অনেক আগে থেকেই চিন্তা করে রাখে এবং তাদের ডিভাইসে সেটাপ করে রাখে। যা অন্য কোন টেক জায়ান্টের মাঝে নাই। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url